সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করছে সরকারহাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধনে ব্যারিস্টার আনিস

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছে। এই সরকারের আমলে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে অতীতে কোনো সরকারের আমলে সেই সুযোগ এবং স্বাধীনতা ভোগ করতে পারেনি। তাই সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসমক্ষে তুলে ধরার মাধ্যমে জনমত গঠন করতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা করে উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে হবে।

গত সোমবার হাটহাজারী প্রেস ক্লাবের নবনির্মিত স্থায়ী কার্যালয়ের উদ্বোধন, ক্লাবের ৪৩ বছর পূর্তি অনুষ্ঠান, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি প্রেস ক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় প্রেস ক্লাব কার্যালয় মিলনায়তনে গত সোমবার এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারন সম্পাদক এইচএম মনসুর আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবর সভাপতি কেশব কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম, উপজেলা প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, হাটহাজারী সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক কাজী আবুল মনসুর, নাজিম উদ্দিন শ্যামল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ইউনুচ গণি চৌধুরী, মনজুরুল আলম চৌধুরী মনজু, মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ।শুরুতে কোরআন তেলোয়াত করেন খোরশেদ আলম শিমুল। আবু তালেবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মঞ্জুরুল কিবরিয়া, অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যক্ষ গোল মোহাম্মদ, শাহনেওয়াজ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, সাবেক ইউ পি চেয়ারম্যান মো. আলী আজম, আসলাম মোরশেদ, প্রভাষক মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান সরওয়াার মোর্শেদ তালুকদার, জায়নুল আবেদীন, হারুনউর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদীর ম্যানেজার মঈনুল আলম বাদলের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধশাহ আমানত দরগাহ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার