পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের শ্রীমাই খালের পাড় থেকে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলী আহমদ (৫৫) ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার দলিল মাস্টারের বাড়ির মৃত মনির আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশে গতকাল বুধবার সকালে স্থানীয়রা গলাকাটা লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, আলী আহমদ দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে আসছেন। তিনি খুবই নিরহ প্রকৃতির ছিল। প্রতি বছর রমজান মাসে সেহেরির সময় মানুষকে জাগানোর কাজ করতেন আলী আহমদ। এমন একজন মানুষকে হত্যার কারণ খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা।
পটিয়া থানা পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের মাধ্যমে তাকে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।












