নাসিমন ভবনস্থ বিএনপি অফিস সংলগ্ন হাফেজ মোহাম্মদ সাদেক ওয়াক্ফ এস্টেট জামে মসজিদে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ডবলমুরিং থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী শেখ নুরুল্লা বাহারের সুস্থতা কামনায় গত শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মৌলানা এহছানুল হক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, আবদুর রব, আবদুস সাত্তার, আবদুল গাফ্ফার, আবদুল মালেক, মো. এবাদুল্লাহ, মো. মোস্তফা, মো. খোকন, মো. আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে ৪ ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দসহ বহু নামাজি মুরব্বিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












