শ্রবণ প্রতিবন্ধীদের ক্রিকেটে পশ্চিমবঙ্গের জয়

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

শ্রবণ প্রতিবন্ধীদের ক্রিকেটে জয় পেয়েছে পশ্চিমবঙ্গ বধির এসোসিয়েশন। গতকাল শুক্রবার সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগীয় বধির ক্রিকেট এসোসিয়েশনকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পশ্চিমবঙ্গ নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন পিনাকি আচার্য্য। এছাড়া সুজিত মন্ডী ৬৮, সুভ্রজ্যোতি সুর ৫৫ এবং ইন্দ্রনীলের ব্যাট থেকে আসে ৩২ রান। চট্টগ্রামের হয়ে পলাশ ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ২৯.১ ওভারে ১১৪ রান তুলতেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম। চট্টগ্রামের চন্দন ২১, আসিফ ১৮ এবং রনি ও মাকসুদ ১১ রান করেন। বাকি কেউ দুই অংকের কোটা ছুঁতে পারেনি। পশ্চিমবঙ্গের হয়ে সপ্তর্ষী মৈত্র সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এর আগে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, মোজাহারুল ইসলাম চৌধুরী, সাইফুর রহমান, সাব্বির কোরবান হোসাইন, নুরুল আলম ফরিদ, ওয়েস্ট বেংগল বধির এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুভেন দাস মুদাক।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে কম্বল দিল ইবিএল
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে গেল চট্টগ্রাম জেলা দল