শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

বঙ্গবন্ধু পরিষদের সভায় বক্তারা

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ১৭ মে : জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি প্রফেসর বেগম সৈয়দা তাহেরা। সঞ্চালনা করেন নাট্যজন মোজাহেরুল ইসলাম। বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান, চবি উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিচারহীনতার অপসংস্কৃতি থেকে জনগণকে মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যসেবায় মেডিটেশনের অন্তর্ভুক্তি চিকিৎসা ব্যয় কমবে
পরবর্তী নিবন্ধকুসুমবাগ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা