শীত ছুটিতে সূর্য মামা
গেল মেঘের আড়ে
কুয়াশাতে আঁধার হলো
গাঁয়ে, নদীর পাড়ে।
হিমেল বাতাস বইছে ভীষণ
শীত করেছে কাবু
গরম জামা, জুতা–মোজায়
সাজল সবাই বাবু।
ছেলে বুড়োর সর্দি লেগে
নাক হয়েছে লাল
শীতের দিনে গোসল নিয়ে
বেঁধেছে গোলমাল।
আগের মতো খেজুর রসের
পায়েস হয় না আর
মায়ের হাতের ভাপা পিঠাই
মন ভোলায় সবার।