শিল্পী সুপ্রিয়র পাশে জেলা প্রশাসক

আজাদীতে সংবাদ প্রকাশ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি মহালছড়ির কাঠ খোদাই শিল্পী প্রতিবন্ধী সুপ্রিয় চাকমার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কাঠ খোদাইয়ের বিভিন্ন সরঞ্জাম সুপ্রিয়র হাতে তুলে দেন তিনি। এছাড়া সুপ্রিয়কে নতুন ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গত ১২ ডিসেম্বর দৈনিক আাজাদীতে ‘সুপ্রিয় হাতে কাঠের জাদু’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সহযোগিতার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। কাঠ খোদাই করার আধুনিক সরঞ্জাম পেয়ে খুশি সুপ্রিয় চাকমা। জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সনাতনী যন্ত্রপাতি দিয়ে কাজ করা কষ্টসাধ্য। এখন আধুনিক যন্ত্রপাতি পেয়েছি। কাজ করা সহজ হবে। তিনি কাঠ খোদাই করা একটি নৌকা জেলা প্রশাসককে উপহার দেন। এ সময় আজাদীর খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিক উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, বিভিন্ন গণমাধ্যমে সুপ্রিয় চাকমার কারুশিল্পের কাজের ওপর সংবাদ প্রকাশের পর আমি তার বাসায় যাই। জেলা প্রশাসনের উদ্যোগে তার হাতে কাঠ খোদাই করার সরঞ্জাম তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, গণমাধ্যমের মাধ্যমে সুপ্রিয় চাকমার কাঠ খোদাই শিল্প সম্পর্কে জানতে পারি। পরে দরিদ্র এই শিল্পীর হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মামাসহ ৬ জনের নামোল্লেখ করে ভাগ্নের মামলা