শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, স্কুলের দপ্তরী গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি এবং কিডস অ্যালাউন্সের টাকা আত্মসাতের অভিযোগে ওই স্কুলের দপ্তরীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চাটরা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মো: মহিউদ্দিনকে এ অভিযোগে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ছনহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল বশরের পুত্র। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার বাদী হয়ে বুধবার রাতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, কোভিড-১৯ এর কারণে সারাদেশের ন্যায় পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটারা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের লেখাপড়ার চালিয়ে নিতে সরকারি নির্দেশ মোতাবেক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এই স্কুলেও অনলাইন ভিত্তিক ক্লাসের কার্যক্রম চালু করা হয়। গুগল মিটস অ্যাপস এর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে শিক্ষা কার্যক্রম। স্কুলের অনেক ছাত্র ছাত্রীদের অভিভাবকদের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে স্কুলের নৈশ প্রহরী ও দপ্তরী মো. মহিউদ্দীন অনেক শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল থেকে গোপন পিন নম্বর নিয়ে উপবৃত্তি ও কিডস অ্যালাউন্সের পাসওয়ার্ড নিয়ে নেন। এর আগেও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় গত ২৩ জানুয়ারি স্কুল কমিটির এক জরুরি সভায় মহিউদ্দিনের কাছ থেকে মুচলেকা নেয়া হয় বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহমেদ বলেন, নৈশ প্রহরী ও দপ্তরী মো. মহিউদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়ে ভুয়া জন্ম নিবন্ধন করে দেওয়ার অভিযোগ আছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার চাটরা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও দপ্তরীকে উপবৃত্তি ও কিডস অ্যালাউন্সের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মামলার বাদী কামরুন নাহার বলেন, বিদ্যালয়ের দপ্তরী মহিউদ্দিন স্কুলের বিভিন্ন ছাত্র-ছাত্রীর ঘরে টিউশনি করত। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল নম্বর সংগ্রহ করে সে উপবৃত্তির টাকা আত্মসাত করে।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যান পিষে দিল বাইক আরোহীকে
পরবর্তী নিবন্ধচকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ যুবক গ্রেপ্তার