শিকলবাহা ইউপির কার্যক্রম চালাবেন ইউএনও

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর বাদ

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেয়া হয়েছে। এখন থেকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। গত মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব দেয়া হয়। যদিও বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গতকাল বুধবার।

আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ৩৪ ধারা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)- মনোনীত করা হয়েছে।

শিকলবাহা ইউপিতে বর্তমানে চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী, নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান ইউনিয়নের সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ইউএনও। এর আগে ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এই আদেশের পর ওইদিন এলাকায় কয়েক দফায় মানববন্ধনবিক্ষোভ মিছিল এমনকি অনশন কর্মসূচি পালন করেন স্থানীয় ও ছাত্রজনতা। তাদের অভিযোগ, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছেন। অবশেষে মঙ্গলবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে ইউএনওকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধতথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড