লোহাগাড়ায় সাড়ে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। গ্রেপ্তাররা হল গাজীপুরের জয়দেবপুর থানার শাখাওয়াত ভিলা নিলের পাড়ার মো. আবদুল সামাদ শেখের পুত্র মো. আল আমিন শেখ (২৭), গাজীপুর সিটির ৪নং ওয়ার্ডের ইছালী বাজার এলাকার মৃত বিল্লাল হোসেনের পুত্র মো. শাখাওয়াত হোসেন (৩২), কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিল বনিয়া পাড়ার মোহাম্মদ হাসেমের পুত্র মো. আবদুল গণি (৩৮) ও উখিয়া থানার টেংখালী ক্যাম্পের মো. আবু তাহেরের পুত্র মো. শফি উল্লাহ প্রকাশ শফি আলম (২৪)। পুলিশ জানায়, প্রথমে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে আল আমিন শেখ ও শাখাওয়াত হোসেনের কাছে পাওয়া যায় ৪ হাজার ইয়াবা। পরে যাত্রীবাহী গাড়ি তল্লাশীতে মো. শফি উল্লাহ ও আবদুল গণির কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৪ হাজার ইয়াবা। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। সোমবার (গতকাল) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় নবীন মেলার পরিছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কোস্টগার্ডকে ২৪টি নৌযান দিল জাইকা