লোহাগাড়ায় সংরক্ষিত বনে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিটের নলবুনিয়া দক্ষিণ পাড়ায় এ অভিযান পরিচালিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবির হাসান।

তিনি জানান, হেলাল মাঝি নামে এক ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে সাতগড় বনবিট কর্মকর্তা ইমরান মহসিনসহ রেঞ্জ ও বিটের স্টাফরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ২০ হাজার পিস ইয়াবা ও বাইকসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে আগুনে পুড়ল ৩০ দোকান