লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের এক লাখ টাকা অনুদান

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:২৯ পূর্বাহ্ণ

১৯৮২ সালে চট্টগ্রাম কলেজ রোড তথা ড. এনামুল হক সড়কে প্রতিষ্ঠিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবা প্রতিষ্ঠান লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সেবা কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। ক্লাব সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও ক্লাব ডিরেক্টর লায়ন আয়েশা হক শিমুর সঞ্চালনায় লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের চেক প্রদান কর্মসূচি সম্প্রতি নগরীর সিনিয়র্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চিফ কো-অরডিনেটর পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ, সার্ভিস কমপ্লেক্সের ভাইস প্রেসিডেন্ট লায়ন রাজিব সিনহা এমজেএফ, সেক্রেটারি লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি ও সার্ভিস কমপ্লেক্সের ট্রেজারার লায়ন আবদুর রব শাহীন এবং জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ুবের উপস্থিতিতে সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্যের হাতে অনুদানের চেক তুলে দেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের চেয়ারম্যান লায়ন এস কে কামরুল। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ ও সদ্যপ্রাক্তন জেলা গভর্নর ও মাল্টিপল ডিস্ট্রিক্ট ভাইস চেয়ারম্যান লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, লায়ন রফিক আহমেদ এমজেএফ, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন মোসতাক আহমেদ, লায়ন এম মঞ্জুর আলম, লায়ন নাসির উদ্দিন চৌধুরী এমজেএফ, লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন গাজী মোহাম্মদ শহীদ উল্লাহ্‌, জেলার গ্লোবাল একশন টিমের সদস্যবৃন্দ যথাক্রমে লায়ন এডভোকেট নুরুল ইসলাম, লায়ন ইমতিয়াজ ইসলাম চৌধুরী, লায়ন আসিফ উদ্দিন ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সিনিয়র সদস্য লায়ন সৈয়দ দিদারুল আলম, লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন তাহের খান, লায়ন নুরুল আলম, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন জি কে লালা, লায়ন মোসলেহউদ্দিন খান, লায়ন মো. ইসমাইল চৌধুরী, লায়ন এস কে পালিত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর আইনজীবী সমিতির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে যুবকের মৃত্যু মহেশখালীতে বরজ শ্রমিক আহত