লালখান বাজারে শিশু-নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শিশু-নারীসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে। পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার মাছ বাজারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত তিনজন হলেন- হোসনে আরা বেগম (৫০), মো. মাহিম (১২), মো. মাহাদী হাসান (১৯)। তিন জনের দুইজন সহোদর এবং অপরজন তাদের নানী। এই ব্যাপারে খুলশী থানা পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করেছি।

পূর্ববর্তী নিবন্ধচীনে প্লেন বিধ্বস্ত নিহত ১৩২ আরোহী
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিন টিসিবির পণ্য কিনলেন ২৩ হাজার ২৯৪ জন