লকডাউনে সরকার ও চসিক ভুক্তভোগীদের পাশে রয়েছে

সিএনজি টেক্সি ও টেম্পো চালকদের অর্থ সহায়তা প্রদানকালে মেয়র

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা অতিমারির কারণে সিএনজি চালকরা কর্মহীন হয়ে কষ্টে আছেন। তাদের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী কর্মহীনদের জন্য যে প্রণোদনা দিয়ে যাচ্ছেন তার যেন সঠিক ব্যবহার হয় সেদিকেও নজর রাখতে হবে। লকডাউনে ভুক্তভোগীদের পাশে সরকার আছে এবং পাশে রয়েছে চসিকও।
গতকাল বৃহস্পতিবার সকালে টাইগার পাসস্থ চসিক বিন্নাঘাস প্রকল্প সংলগ্ন চত্ত্বরে করোনাকালে ক্ষতিগ্রস্ত সিএনজি ও অটো টেম্পো চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (অর্থ সহায়তা) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অটোরিক্সা ও অটো টেম্পো শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, শ্রমিক নেতা মো. সাইফুল ইসলাম, সুভাষ নাথ, মো. কাপ্তান, মো. জসিম, শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল হতদরিদ্র ৫ পরিবার
পরবর্তী নিবন্ধকরোনা টিকার নিবন্ধন বুথ উদ্বোধন