ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজকুমারী ও তার সফরসঙ্গীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। গতকাল সকাল ৯টার দিকে ডেনিশ রাজকুমারী উখিয়ার কুতুপালং ৫ নং ক্যাম্পে যান। সেখানে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মো. রেজওয়ান হায়াত, ১৪ এপিবিএন কক্সবাজারের অধিনায়ক মো. নাইমুল হক, ক্যাম্প-৫ এর সিআইসি মো. মাহফুজুর রহমান ও ডেনিশ রিফিউজি কাউন্সিলের কর্মকর্তাগণ। ওখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি রোহিঙ্গা ক্যাম্প-৮-ওয়েস্ট, ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য অবলোকন করেন। সকাল ১১টা ১২টা পর্যন্ত তিনি ৬ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডেনিশ রিফিউজি কাউন্সিল ডিআরসি এনজিও পরিচালিত ব্লক-ডি/৮ এবং বি/৮-এ ২০টি নতুন শেড পরিদর্শন করেন। এ সময় তিনি বেশ কিছু রোহিঙ্গা শিশুর সাথে আলাপচারিতায় মেতে উঠেন।
দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি ও সফরসঙ্গীরা ক্যাম্প ১৭-এ রোহিঙ্গা কো-অর্ডিনেশন সেন্টারে অবস্থান করেন। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সকল ক্যাম্পের ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ওখানে রাজকুমারী ৪ জন মহিলা ও ৫ জন পুরুষ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। তাদের নিকট থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারের কথা শোনেন।
সেখানে তিনি ডিআরসির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি বনায়নের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে সবুজ পরিবেশ পুনরুদ্ধার করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে ডেনিশ রিফিউজি কাউন্সিলের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে ডেনিশ রাজকুমারীর সফর উপলক্ষে গতকাল ভোর থেকে বিকাল ৪টা পর্যন্ত কঙবাজার থেকে উখিয়ার কুতুপালং পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কজুড়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দুর্ভোগে পড়েন। রাজকুমারীর সফরে সর্বোচ্চ ভিভিআইপি নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর নিয়োজিত ছিল।
ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী হলেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ। তিনি গতকাল বিকালে ঢাকায় ফিরে যান। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করার কথা।












