রেল স্টেশন এলাকায় ইয়াবা হাতে যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ইয়াবাসহ আশরাফুল হোসেন আসিফ (২২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল পৌনে ৯টায় কোতোয়ালী থানা পুলিশের এসআই সুকান্ত চৌধুরী গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবা ট্যাবলেটগুলো সে কক্সবাজার থেকে পাইকারী মূল্যে ক্রয় করে খুচরা দামে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে এনেছে। আসামি আশরাফুল হোসেন আসিফ লোহাগাড়া উপজেলার চুনতি ছুফিনগর, ছালামতের বাড়ির মো. সাদেরকের পুত্র। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীর মোহাম্মদপুরে ১১ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধপটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৭শ রোগী