‘রাসূল (সা.)-এর আদর্শই মুক্তির একমাত্র পথ’

বিভিন্নস্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও জুলুসের র‌্যালি

আজাদী ডেস্ক | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

পটিয়া আমির ভাণ্ডার দরবার : পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৯তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিলের ৯ম দিবস গতকাল শুক্রবার বাদে মাগরিব পবিত্র কোরআন শরীফের খতম আদায় ও নাতে রাসূলের (দ.) মাধ্যমে শুরু হয়। শায়ের মুহাম্মদ ইরফান রেযা কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করেন উরকিরচর মুহাম্মাদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাছান রেযা আলকাদেরী। প্রধান আকর্ষণ হিসেবে তকরীর পেশ করেন মাওলানা মুহাম্মদ রবিউল হোসেইন আলকাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ মোজাফফর। মাহফিলে সভাপতিত্ব ও মোনাজাত করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তফা আমিরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান তানিম, শাহজাদা সৈয়দ শাহাদাত হোসাইন আমিরী, বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মদ শহিদুল আলম, সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ জানে আলম। মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী। দরুদ শরীফের হাদিয়া পেশ করেন শায়ের মুহাম্মদ মে’রাজ রেযা কাদেরী। নাতে রাসূল (দ.) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।
বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ : ‘বর্বরতা ও হানাহানির বিপরীতে শান্তি, ইনসাফ, সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবতার মুক্তির মিশন নিয়ে পৃথিবীতে মহানবীর (দ.) আবির্ভাব ঘটেছে’। হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ ময়দানে আন্‌জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ১৪ অক্টোবর ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে মুফতি আল্লামা শাহ্‌সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের ৭ম দিবস বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আল্‌ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। শাহ্‌জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বায়েজীদ থানার অফিসার ইনসার্জ মো. কামরুজ্জামান, হাফেজ মুহাম্মদ আব্দুস সবুর, শাহ্‌জাদা আশেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, আল্লামা ডা. মুহাম্মদ মতিউল ইসলাম, হাফেজ আল্লামা মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী, মুহাম্মদ কামরুজ্জামান বুলবুলি, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, সাজেদুর রহমান হাশেমী, শাহ্‌জাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আইয়ুব আলী, মাওলানা মুহাম্মদ হাবিব এলাহি, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান।
হাটহাজারীর দক্ষিণ কুয়াইশ : হাটহাজারী প্রতিনিধি জানান, দক্ষিণ কুয়াইশ সকল সুন্নি সংগঠন আয়োজিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) দক্ষিণ কুয়াইশ গাউছুল আজম ও মাওলানা কফিল উদ্দিন জামে মসজিদ থেকে ধোপপুল গোলাপের দোকান কাপ্তাই রাস্তার মাথা বাহার সিঙ্গেল ভুটু স্কুল হয়ে দক্ষিণ কুয়াইশ গোল আম গাছ তলায় গিয়ে শেষ হয়। গতকাল শুক্রবার অনুষ্ঠিত জুলুসে সভাপতিত্ব করেন গাউসুল আজম ও মাওলানা কফিল উদ্দিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের আশরাফী। বক্তব্য রাখেন শিকারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম, মো. ইসকান্দার মোহাম্মদ, ইয়াসিন, মাওলানা মোহাম্মদ জাবেদ মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আনোয়ার। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল কাদের আশরাফী।
সাঁইদাইর নবীন তরুণ একতা সংঘ : পটিয়া জিরি ইউনিয়নস্থ সাঁইদাইর নবীন তরুণ একতা সংঘের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল গত বৃহস্পতিবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক আজিজুল হক ও সদস্য সচিব ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ বাবুল। উদ্বোধক ছিলেন জিরি ইউনিয়ন পরিষদের সদস্য হাশেম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আল্লামা আব্দুল মোস্তফা রহিম আল আজহারী, বিশেষ আলোচক ছিলেন মাওলানা নাছির উদ্দীন আলকাদেরী, আল্লামা বোরহান উদ্দীন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান শিমুল, মুহাম্মদ ফোরকান সওদাগর, ইউনুছ কোম্পানি। এসময় আরো উপস্থিত ছিলেন, হাশেম বাহাদুর, সালাহউদ্দীন রনি, মুহাম্মদ ফিরোজ, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ তারেক, জাবেদ হোসেন রাবি, আনিসুর রহমান রিফাত, রায়হান চৌধুরী, বোরহান উদ্দীন আবিদ, মোশারফ হোসেন আসিফ, আবদুল আজিজ আকাশ, আবদুল আলিম, মুহাম্মদ ইউনুস, মফিজুল ইসলাম প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শুক্রবার টাইগারপাস থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের (মজিআ) নেতৃত্বে জশনে জুলুসের র‌্যালি বের হয়। জুলুসপূর্ব এক সমাবেশে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, প্রিয়নবী (দঃ) এর শুভাগমন দিবসে খুশী উদযাপন করাটা কেবলই নৈতিক দায়িত্ব নয় বরং ঈমানের দাবীও বটে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শাহজাদা ছৈয়দ এরশাদুল্লাহ সোলায়মান ইরফান ইছাপুরী আল মাইজভান্ডারী, স ম হামেদ হোসাইন, এস এম সিরাজ উদ্দিন তৈয়বী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান ও অধ্যক্ষ আল্লামা নুরুল আমিন। অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ খন্দকার আক্কাস উদ্দিন, মোহাম্মদ আলম রাজু, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, এইচ এম সাদেক, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা আব্দুল মালেক আশরাফী, মোহাম্মদ আব্দুর রহিম, মাসুদ করিম চৌধুরী, শেখ মোহাম্মদ মহিউদ্দীন, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, দিদারুল আলম সুন্নী দিদার, এস এম আবু ছাদেক ছিটু, আহমদ রেজা, মোহাম্মদ ফরিদুল হক, কাওসারুল ইসলাম সোহেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ঐতিহ্যগত শান্তিময় সম্প্রীতির জনপদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সামাজিক সংগঠন সমন্বয়ের বস্ত্র বিতরণ