করোনা মহামারি ঠেকাতে রাঙ্গুনিয়ার বিভিন্ন ব্যস্ততম সড়ক ও বাজারে বসানো হচ্ছে করোনা প্রতিরোধক বুথ। তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে এ করোনা প্রতিরোধক বুথ বসানো হচ্ছে। গতকাল শনিবার উপজেলার ব্যস্ততম রাণীরহাট বাজারে মো. মঈন উদ্দিন তালুকদার, মো. তৌহিদুল ইসলাম চৌধুরী ও মো. মুবিন চৌধুরীর যৌথ উদ্যোগে তথ্যমন্ত্রীর পক্ষে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, ছাদেকুন নূর চৌধুরী টিপু, নজরুল ইসলাম চৌধুরী বাবলা, মো. সেকান্দর হোসেন চৌধুরী, সোহেল চৌধুরী, জাহেদুল ইসলাম মুহুরী, ছৈয়দ মোহাম্মদ মাসুদ, পিএম হৃদয়, মো. শাহজাহান, আসিফুর রহমান রাব্বী, মো. সোহেল, খসরু চৌধুরী, জোবায়ের চৌধুরী, আশরাফুল ইসলাম তুহিন, মিনহাজুল ইসলাম চৌধুরী, ফাহিম শাহরিয়ার, রিয়াজুল ইসলাম চৌধুরী রিজয়, ওবাইদুল ইসলাম চৌধুরী প্রমুখ। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বাজারে আরও একাধিক বুথ স্থাপন করা হয়েছিল।