রাঙামাটিতে ৮২ হাজার ৪৯৬ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এই তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১’ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ চাকমা, সাংবাদিক একে এম মকছুদ আহমদ। সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে শেষ হয় এ অনুষ্ঠান।
সিভিল সার্জন বিপাশ খীসা জানান, এবার ক্যাম্পেইনে জেলায় ৫ জুন থেকে শুরু করে ১৯ জুন পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। পূর্ব জরিপ অনুযায়ী রাঙামাটি ও বাঘাইছড়ি পৌরসভাসহ জেলার ১০ উপজেলার ৫০ ইউনিয়নে মোট ৮২ হাজার ৪৯৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। তাদের মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৯২৫১ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৩,২৪৫। ক্যাম্পেইন তদারকির জন্য নিয়োজিত থাকবেন প্রথম সারির তদারককারী ২৪১ জন, মাঠকর্মী ৪৩৯ জন এবং স্বেচ্ছাসেবী কর্মী ২২০১ জন। সিভিল সার্জন আরো জানান, দেশের অন্যান্য স্থানের তুলনায় রাঙামাটিতে করোনা সংক্রমণ হার কম, তবে পর্যটন স্পট খোলে দেয়া হলে সংক্রমণ হার বাড়তে পারে।