রাঙামাটিতে শিক্ষার্থীদের কোভিড টিকা প্রদান কর্মসূচি শুরু

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

পাহাড়ি জেলা রাঙামাটিতে ৫-১১ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের মাঝে সরকার ঘোষিত কোভিড টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার রাঙামাটি পৌরসভাসহ জেলার ১০ উপজেলায় ৮৫ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী এ টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা।
এছাড়া রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ড পৌর মেয়রের তত্ত্বাবধানে টিকা প্রদানের কার্যক্রম চলছে। এরমধ্যে রাঙামাটি পৌর এলাকার ৫৯টি বিদ্যালয়ের ৯০৮৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এদিকে, রাঙামাটি জেলার মধ্যে বাঘাইছড়ি উপজেলার ১৫৪ টি স্কুলের ১৫ হাজার ৫৮৫ জন, বরকল উপজেলার ৯২ টি স্কুলে ৫ হাজার ৩২৯ জন, বিলাইছড়ি ৪৫ টি স্কুলে ৩ হাজার ৮৫৩ জন, জুরাছড়ির ২১৭ টি স্কুলে ৩ হাজার ৮২১ জন, কাপ্তাইয়ে ৬৭ স্কুলে ৮ হাজার ৫১০ জন, কাউখালীর ৮৫ টি স্কুলে ১০ হাজার ৫ জন, লংগদুর ১৩৭ টি স্কুলে ১৩ হাজার ৭৮০ জন, নানিয়রচর উপজেলায় ৮০ টি স্কুলে ৬ হাজার ৭১৯ জন, রাজস্থলী উপজেলায় ৬৩ স্কুলে ৩ হাজার ৯৪৭ জন রাঙামাটি সদর উপজেলার ৭৫ টি স্কুলে ৪ হাজার ৭২১ জন শিশুকে টিকার আওতায় আসবে।
সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা বলেন, ১১ তারিখ টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার জেলার ৫ হাজার ১২০ জনকে টিকা দেয়া হয়েছে। তিনি বলেন, রাঙামাটি পৌর এলাকাসহ প্রতিটি উপজেলায় এ কার্যক্রম চলমান আছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় ১০ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ বিএনপির
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ