বেআইনিভাবে দুইটি সিএনজি অটোরিকশা জব্দের অভিযোগে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশের দুই উপ–পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার সকালে রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দীনের আদালতে মামলাটি দায়ের করেন মো. বেলাল হোসেন (৪৮) নামের সিএনজি অটোরিকশার ওই মালিক। তবে দুইটি সিএনজি অটোরিকশার একটি তার স্ত্রীর নামেই ক্রয় করা। মামলায় কোতোয়ালী থানার এসআই ইরফান উদ্দিন রাজীব ও ক্য লাহ্ চিং মারমাকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, কোতোয়ালী থানার দুই এসআই ইরফান ও ক্য লাহ চিং গত ১৫ মার্চ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভেদভেদী সিএনজিস্টেশন থেকে কোনো ধরণের কারণ দর্শানো ও ব্যাখ্যা গ্রহণ ছাড়াই মামলার বাদী ও তাত স্ত্রী নামে কেনা অটোরিকশা দুইটি জব্দ করেন। জেব্দর পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে জব্দ তালিকা প্রেরণের জন্য আইনে বলা থাকলে এসআই ইরফান উদ্দিন রাজীব ও ক্য লাহ্ চিং মারমা অটোরিকশা কোতোয়ালী থানায় নিয়ে যান এবং পরে মোটা অংকের টাকা দাবি করেন বলেও উল্লেখ করা হয় মামলার এজাহারে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ ইকবাল জানান, ১৫ মার্চ দুপুরে ভেদভেদী থেকে দুই সিএনজি অটোরিকশা দুই পুলিশ কর্মকর্তা জব্দ করলেও তারা কোন কারণে জব্দ করেছেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা ও আদালতে তালিকা প্রেরণ করেননি। এ ঘটনায় মামলার আবেদনটি আদালত আমলে নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সদরের সার্কেল এসপিকে নির্দেশ দিয়েছেন।












