রাউজানের বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলীর পাড়ে সিন্ডিকেটের ফেলে যাওয়া ১ লাখ ৩০ হাজার বর্গফুট অবৈধ বালু উপজেলা প্রশাসন জব্দ করে নিলাম দিয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম জানিয়েছেন, গতকাল নদীর পাড়ে তিনটি স্থানে রাখা এসব বালু নিলামে বিক্রি করা হয়েছে। এসব বালু অবৈধভাবে উঠিয়ে ব্যবসা করছিল একাধিক সিন্ডিকেট। এসব বালুর পাহাড় গড়ে তোলা হয়েছিল বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট, লাম্বুর হাট ও ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠে।
অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, রাউজান থানার পুলিশসহ স্থানীয় ব্যক্তিবর্গ। অবৈধ তিনটি বালুর মহালে জব্দকৃত ১ লাখ ৩০ হাজার বর্গফুট বালু উন্মুক্ত নিলামে সর্বোচ্চ ডাকে ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। মূল্যের সাথে ১৮ শতাংশ ভ্যাট যুক্ত হবে। নিলামকৃত বালু বিক্রির আদেশ জারি হওয়ার এক মাসের মধ্যে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন এসিল্যান্ড রিদোয়ানুল ইসলাম।











