রাউজানে মশার কয়েলে দগ্ধ হলেন শিক্ষক দম্পতি

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

রাউজানে শয়ন কক্ষে মশার কয়লের আগুনে শিক্ষক দম্পতি দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতলে ভর্তি হয়েছে। গত বুধবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকারদিঘি পাড়ায় এই ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ভোরে আহতদের উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। দুপুরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন (৩৫) ও তাঁর স্ত্রী জান্নাতুুস সায়মা (২৫) স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। বুধবার রাতে তাদের শয়ন কক্ষে বিছানার কাছে মশার কয়েলে বিছানার চাঁদর পড়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘুমন্ত ওই দম্পতির গায়ে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হয়।
আহতদের আত্মচিৎকারে পরিবারের লোকজন সকলেই ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় একই বিছানায় থাকা তাদের শিশু সন্তান অক্ষত ছিল। শিক্ষক জসিমের চেয়ে তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্খাজনক। তার শরীরের ৬০ থেকে ৬৫ ভাগ পুড়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা নিয়ে তরুণীসহ দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগোয়েন্দা পুলিশের হাতে ভুয়া পুলিশ পাকড়াও