টানা বৃষ্টির মধ্যে রাউজানের কুণ্ডেশ্বরী সড়ক পাশের কয়েকটি বড় রেইনট্রি ভেঙে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন তছনছ করে দিয়েছে। গতকাল শুক্রবার বিকালে কুণ্ডেশ্বরী সড়ক পথের নাপিতের ঘাটা এলাকায়। বিনাজুরীর ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বলেছেন, টানা বৃষ্টির মধ্যে সড়ক পার্শে তিনটি বড় বড় রেইনট্রি ঢালপালাসহ ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গিয়ে পড়ে। এই ঘটনায় সঞ্চালন লাইনের তিনটি খুঁটিসহ দুটি ট্রান্সফরমার ভেঙে যায়। স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক পল্লী বিদ্যুৎ সমিতিকে জানালে তারা দ্রুত বিদ্যুৎ বন্ধ করে।
এবিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সরোয়ার জাহান বলেন, সংবাদ পেয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তার লোকজন কাজ শুরু করেছে।












