৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলকরণ ড্রীমল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জহির আহমেদ বাবুল হক, জামাল উদ্দিন চৌধুরী সেকান্দর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, এনামুল হক, আবদুল মতিন প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন রায়হান ইউসুফ, মনজুর আলম, জাহাঙ্গীর সিদ্দিকী, নাছির উদ্দিন আহমেদ, আবদুল মাবুদ, তারেক ইমতিয়াজ ইমতু, আফসার উদ্দিন আহমেদ, ডা. সজিব তালুকদার, কামাল উদ্দিন, মো. খোরশেদ আলম, দিদারুল ইসলাম, আবু জাহেদ, সামিউল হাসান রুমন, অসিউর রহমান, আলাউদ্দিন বাপ্পী, রাশেদুল আলম, নুরুল আজিম, মো. ইয়াছিন, নেজাম উদ্দিন রুবেল, আমিনুল ইসলাম শাহেদ, শফিউল আলম জনি, গোলজার হোসেন লাভলু, হুমায়ুন কবির রিকু, অনিন্দ্য দেব, মো. সালাউদ্দিন, মো. সোহেল হক, শান্ত ঘোষ, মো. হারুন, সম্রাট, আসিফুল হক সিফাত, আতিকুর রহমান, অঞ্জন দাশ প্রমুখ।
মাবুদ ফজিলা ফাউন্ডেশন : মাবুদ ফজিলা ফাউন্ডেশন ও আবদুল মাবুদ ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে গরীব দুস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক সভা গত ১১ মার্চ আব্দুল মাবুদ সওদাগর বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হোসেন। তিনি সিয়াম সাধনার মাধ্যমে রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ইফতেখার হোসেন, ইব্রাহিম খলিল, শাহজাদা আলম, প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন, সাজ্জাদ আলম, হাসান মুন্না, রবিউল হোসেন, সাহেদ হোসেন, মেহেদী মাসুদ, এজহার মিয়া, সুপম কুমার বড়ুয়া প্রমুখ।
নগরীর ২৪নং ওয়ার্ডে চারিয়া পাড়া : নগরীর ২৪নং উওর আগ্রাবাদ চৌমহুনী চারিয়া পাড়ায় ১০০ পরিবারের মাঝে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ–সভাপতি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ–সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ–সভাপতি মোঃ রেজাউল করিম রিটনের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, ২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা হাজ্বী সালাউদ্দিন দুলাল, মোঃ আজিজুর রহমান, মোঃ হেলাল, হাসান তারেক রাসেল, এস.এম তারেক মাহমুদ, ছাত্রলীগ নেতা মোঃ রায়হান সহ আরও অনেকে।
আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক : প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রোজাদার ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক। সংগঠনের পরিচালক জোবায়ের বাসার বলেন, সিয়াম সাধনার মাসে প্রত্যেকের উচিত সমাজের অস্বচ্ছল, পথচারীদের মাঝে এগিয়ে আসা। সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নির্দেশে সংগঠনের সংকর্মী ও বন্ধুদের সহযোগিতায় প্রতি বছর এ আয়োজন করে আসছেন এবং সাধারণ মানুষের মাঝে যথেষ্ট সাড়া পেয়েছেন। এতে আরো উপস্থিত ছিলেন– রানা, মেম্বার সুমন, অনিক, মুবিন, শাহাদাত, জামান, আরিফ, আরমান, ফটিক, নয়ন, মামুন, ইফতি, রাতুল, জয়ন, সজীব, মেহেদী, সুমন (মন্টু), রবিউলসহ আরো অনেকে।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট : মাসব্যাপী অসহায় নিন্মবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার মানবসেবী স্বেচ্ছাসেবকরা ছুটে ছুটে ইফতার বিতরণ করছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কার্যক্রমের তৃতীয় দিনে ১৪ মার্চ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় কর্ণফুলী ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ভাসমান লোকজন, দরিদ্র, পঙ্গু, সুবিধাবঞ্চিত, রিকশাচালক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মোঃ আরিফুল ইসলাম, প্রশিক্ষণ ও সহ শিক্ষা বিভাগীয় প্রধান প্রিয়ন্ত পাল, স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান আহনাফ তাজওয়ার মাহির, মুক্তদল সদস্যবৃন্দ, পটিয়া ও কর্ণফুলী উপজেলার যুব স্বেচ্ছাসেবকরা।
চন্দনাইশের দোহাজারী : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৪৬০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার সকালে দোহাজারীর বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন সওদাগর তার ব্যক্তিগত উদ্যোগে হাজারী দীঘির পাড়স্থ নিজ আঙ্গিনায় এসব ইফতার সামগ্রি বিতরণ করেন। এসময় দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রি বিতরণকালে বক্তারা বলেন, চলছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। বর্তমানে নিত্যপণ্যের বাজার উর্ধ্বমুখী হওয়ায় হতদরিদ্র রোজাদারদের খেয়ে না খেয়ে অতিকষ্টে রোজা পালন করতে হচ্ছে। পবিত্র রমজান মাসে এসকল অসহায়দের জন্য সাহার্য্যের হাত বাড়িয়ে দেয়া সমাজের সকল বিত্তবানদের উচিত।












