অভিবাসী সংকট থেকে উত্তরণে নতুন প্রকল্প হাতে নিল যুক্তরাজ্য। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে অবৈধভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতেই ষ্টারমার সরকারের এ প্রকল্প। প্রায় ১০৯ মিলিয়ন ডলারের এই প্রকল্পের মেয়াদ থাকবে আগামী তিন বছর। মূলত ইংলিশ চ্যানেল দিয়ে নৌকাযোগে যুক্তরাজ্য প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করবে এই প্রকল্প। ইংলিশ চ্যানেল সংলগ্ন অঞ্চলে বানানো হবে বেশ কয়েকটি বুথ। নৌকাযোগে আগত অভিবাসীদের প্রবেশ ঠেকাবে বুথগুলো। পাশাপাশি তাদের সচেতন করার কাজও করবে সেগুলো।












