নীল আকাশে আঁধার যখন নামে
দিনের আলো ভরে মেঘের খামে
তখন তোমার মনভোলানো হাসি
সেই ক্ষণটি ভীষণ ভালোবাসি।
মেঘে তোমার লুকোচুরি খেলা
আকাশ তারার বসে মিলন মেলা
তখন তোমার নয়নশোভা আলো
দেখতে মনে কী যে লাগে ভালো ।
এই দেখে তো এই দেখে না কেউ
সবার মনে ওঠে খুশির ঢেউ
কী শিহরণ জাগায় মনের কোণে
কতই স্বপন আঁকি সঙ্গোপনে।











