টেকনাফে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছে। পৃথক এক ঘটনায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এনায়েতুর রহিম (২২) মোবাইলে চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত রহিম ফুটবলার এবং একই এলাকার রশিদ আহম্মদের ছেলে। অপরদিকে গত শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় রিয়াজ উদ্দিন (১১) গোসল করতে গেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রিয়াজ উদ্দিন ওই এলকার মো. শফিকের ছেলে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, দুইজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।