মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে

হৈমন্তী তালুকদার | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

তুমি বলেছিলে, আজ বৃষ্টি হবে!

আমি বলেছি, ঝুম বৃষ্টি, তবে ভিজবো আমি,

তুমি বলেছিলে, যে বৃষ্টিতে কদম গুচ্ছ ভিজে হেসে

তুমি আমার কদম গুচ্ছ!

স্মিত হেসে আমি আকাশের দিকে তাকিয়ে ছিলাম……

শনশন বাতাসে হিমহিম হাওয়ার পরশ মেখে

মেঘের রাজ্যে ঘনঘটা কালো মেঘের ভেলায়

একগুচ্ছ কদম ফুলে বৃষ্টি জল ঝড়বে অবিরাম।

বাতাসের দোলায় সদ্য ফোটা কদমের ডগায়,

জলের ফোঁটা টুপটাপ করে নুয়ে পড়ছে অবিরত।

আধাভেজা সবুজ পাড়ের আসমানী শাড়ীটায়

তোমাকে আজ অপরূপ সুন্দর লাগছিল

আজ হঠাৎ! সৌন্দর্যের কাব্য রচনা?

হলে মন্দ কী? বৃষ্টিজলের নীরব কথোপকথন

ভেজা চুলে আধভেজা শাড়িতে দাঁড়িয়ে ছিলে তুমি,

কদমফুলগুলো যেন তোমার অপেক্ষায় ছিলো

চারিদিকে মেঘের সাথে মৃদুস্বরে বৃষ্টির কথোপকথন চলছে…..

এরপর তুমি আর আমি ছাতা সমেত কদম তলায়

দাঁড়িয়ে আছি বৃষ্টি থামার অপেক্ষায়,

তোমার বায়না খোঁপায় গুজবে কদম গুচ্ছ

তোমার পরনে শাড়ি, আমার ধূসর পাঞ্জাবি

কাকভেজা হয়ে যেন বৃষ্টিরাণী’র করছি আরাধনা

দুষ্ট ছেলের দল এসে কদমফুল পাড়ার ধূম পড়েছে আজ……

প্রিয়তমার জন্য চেয়ে নিলাম একগুচ্ছ প্রিয়ফুল

বরষার এমন সৌন্দর্যে হঠাৎ থেমে গেলো

অঝরে ঝড়ে পড়া বৃষ্টির মিছিল……

এক চিলতে রোদ্দুরে চকচকে আকাশটাকে

ভীষণ মিষ্টি লাগছিলো, সাথে তোমাকে,

মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে তোমার

খোঁপায় গুঁজে দিলাম একটি কদম ফুল।

এ যেন আমাদের বৃষ্টিস্নানে কদমের ভালোবাসা।

বরষার উপহার কদমগুচ্ছ তোমায় দিলাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধকী নামে ডেকে, বলবো তোমাকে