পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান ও মুহতামিম মৌলানা ওবায়দুল্লাহ হামজার অপসারণ দাবি করে গভীর রাতে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছে ছাত্ররা। বিক্ষোভকারী ছাত্রদের হাতে লাঠি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে মুখোশ পরে অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পটিয়া থানার অর্ধশতাধিক পুলিশ মাদ্রাসার বাইরে অবস্থান নেয় এবং উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। বিক্ষোভে জাকারিয়া নামে এক ছাত্র আহত হয় বলে জানা গেছে। তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত ১২ টার পর থেকে মাদ্রাসায় এ ছাত্র বিক্ষোভ শুরু হয়। এসময় বিক্ষুদ্ধ ছাত্ররা মাদ্রাসার দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। আন্দোলনকারীরা মসজিদের মাইকে ওবায়দুল্লাহ হামজার অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। মাদ্রাসার সকল লাইট বন্ধ ছিল। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।











