মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৩১ মে, ২০২১ at ১০:১১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (৭৫) কে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সানাউল্লাহ পলাশ ও নুরুল হুদা দুলাল। দুইজনই মামলার ৭ ও ৮ নং আসামি। এর আগে গত শনিবার বিকেলে নিহতের মেয়ে রিনা আক্তার বাদী হয়ে শাহাদাত হোসেন রনিকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ১০ জনকে ওই মামলায় আসামি করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা শাহজাহান হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২৮ মে জায়গা বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন মুক্তিযোদ্ধা শাহজাহান। পরে দুপুর আড়াই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৪৪
পরবর্তী নিবন্ধঢাকায় এলএসডি কারবারে ১৫টি দল : পুলিশ