মীরসরাইয়ে ৬ সশস্ত্র গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। এসময় চুরি হওয়া দুটি গরু, একটি পিকআপ, দুই রাউন্ড কার্তুজসহ একটি এলজি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। গতকাল শনিবার সকালে মীরসরাই থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মনিরুল ইসলাম। এর আগে শুক্রবার গভীর রাতে পর্যায়ক্রমে উপজেলার মঘাদিয়া ও চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের মোশাররফ হোসেন (৩৯), একই এলাকার এখলাশপুর গ্রামের মো. রিয়াজ (২৯), সুবর্ণচর থানাধীন চরভাটা এলাকার মো. সুমন (৩৫), ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের বিমল চন্দ্র নাথ (৫৫), বরিশাল জেলার কাজিরহাট থানাধীন চিলমাড়ি গ্রামের আল আমিন (৩৩) ও মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের বানাতলী গ্রামের আবুল বশর (৬০)।
মীরসরাই সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের তিনঘড়িয়াটোলায় অভিযান চালিয়ে দুটি গরুসহ তিন চোরকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া আরো তিনজনকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই রাউন্ড কার্তুজসহ একটি এলজি, একটি ছুরি ও চুরি করা দুটি গরু উদ্ধার করা হয়েছে।
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, এই চোরচক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে গরু চুরি করে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছিল। এই বিষয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।












