গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা আয়োজিত শ্রদ্ধা নিবেদন সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মির্জা আবুল বশর তার ত্যাগ, নিষ্ঠা ও সংগ্রামী জীবনের জন্য আমাদের পাথেয় হয়ে থাকবেন। যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে উনি আমাদের প্রেরণা হয়ে থাকবেন। আমাদেরকে প্রভাবিত করবেন এবং আমাদের দিশা দিয়ে যাবেন।
শ্রমিক নেতা মির্জা আবুল বশরের জানাজা ও দাফন গতকাল রোববার সম্পন্ন। তার স্মরণে এ সভা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির উদ্দিন, চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসহাক, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












