হাটহাজারী উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ গত ২৮ মে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রোকেয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক খালেদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ, মো. দেলোয়ার হোসেন, প্রাইমারি শিক্ষক আবু তোয়ব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।