মাদার তেরেসা ইন্টারন্যাশনাল এওয়ার্ড সম্মাননা পেলেন দক্ষিণ আফ্রিকার অনারারি কনস্যুল এবং শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরচিালক মোহাম্মদ সোলাইমান আলম শেঠ। মাদার তেরেসার ১১৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে গত ২৬ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হোটেল কনরাডে এক অনুষ্ঠানের মাধ্যমে জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ সোলাইমান আলম শেঠকে এই সম্মাননা প্রদান করেন ইন্টারন্যাশনাল কনভেনার অফ মাদার তেরেসা এওয়ার্ড কমিটি এবং এই সম্মাননার প্রধান পৃষ্ঠপোষক জাসটিস শ্যামল সেন, প্রাক্তন গভর্নর (ওয়েস্ট বেঙ্গল) এবং প্রাক্তন চিফ জাসটিস (কলকাতা)।
সম্মাননা গ্রহণকালে শেঠ মাদার তেরেসার ভূয়সী প্রশংসা করে বলেন, মাদার তেরেসার মত একজন মহয়িসী নারী সারাজীবন মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি নিজের জীবনের কথা না ভেবে আমৃত্যু মানব কল্যাণে জীবনকে উৎসর্গ করে গেছেন। এমন একজন মহিয়সী নারীর নামে প্রদত্ত এওয়ার্ড দেওয়ার জন্য উনাকে মনোনীত করায় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।












