মাদামবিবিরহাট প্রাইমারি স্কুলে ডিজিটাল ক্লাস রুম উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি  | শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের মাদামবিবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন ও ডিজিটাল ক্লাস রুমের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে স্কুল মাঠে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শেগুফতা তাসনীম। শিক্ষক পংকজ কুমার নাথের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছফা, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা তাজমেরী খাতুন, আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস, খায়রুল আজম জসিম, ব্যবসায়ী মো. মহিউদ্দিন, ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন, ওহিদুল আলম, কামরুল আলম, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজম, আবদুস শুক্কুর, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. আলম, সদস্য আবদুল করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালের সঙ্গে তামাকুমণ্ডি বণিক সমিতির কর্পোরেট চুক্তি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এসএমএস ছাড়াই করোনার বুস্টার ডোজ