মাদকের মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীর রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় নারীসহ দুজনকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তারা হলেন, চকরিয়ার পশ্চিম বড় ভেওলা এলাকার আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী শাহিদা বেগম ও মজিদের পাড়া এলাকার মো. বাবুলের ছেলে মো. রিফাত। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় ঘোষণা করেন। এ সময় শাহিদা বেগম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মো. রিফাত জামিনে গিয়ে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০২০ সালের ২০ নভেম্বরে কর্ণফুলীর রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত শাহিদা বেগম ও মো. রিফাতকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় অধিদপ্তরের একজন কর্মকর্তা কর্ণফুলী থানায় মাদক আইনে তাদের দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর ২০২১ সালের ১ ডিসেম্বর পুলিশ চার্জশিট দিলে দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার স্বপ্ন শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না
পরবর্তী নিবন্ধতারেক রহমানের বিরুদ্ধে এই রায় জনগণ মেনে নিবে না