খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছুল হক, স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ও বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজালাল কাজলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
গতকাল মঙ্গলবার মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে যাচাই বাছাইকালে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ এসব মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা পৌরসভায় এবার মোট ভোটার ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন।










