মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ১১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের ৩২তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। খবর বাসসের।
মামলায় আসামিদের বিপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামি পক্ষে ছিলেন আব্দুস সুবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান।
প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, এই মামলায় মোট ৩১জন সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তার (আইও) জবানবন্দির বিষয়ে জেরার মধ্যে তিনি (আইও) অসুস্থ হয়ে পড়ায় আমরা সময় আবেদন করেছি। ওই আবেদন শুনানি নিয়ে আইওর জেরার জন্যে আগামী ২০ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।