মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম কলেজ

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম কলেজ। তারা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজকে টাইব্রেকারে হারায়। গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে চট্টগ্রাম কলেজ ৪২ গোলে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজকে হারায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের খেলোয়াড় মিনহাজুল আবেদীন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় খেলা শেষে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহানগর পর্যায়ের চ্যাম্পিয়ন দল এবং ১৫টি উপজেলার চ্যাম্পিয়ন দল নিয়ে আগামী মাসে এই পলোগ্রাউন্ড মাঠেই মূল পর্বের খেলা শুরু হবে। তিনি জোর দিয়ে আরো বলেন, সারাবছর এই পলোগ্রাউন্ড মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে। যাতে করে যুবসমাজ বিভিন্ন প্রকারের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেকের সভাপতিত্বে এবং চসিক ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব হারুন অর রশিদ (কাজল), চসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সিজেকেএস কাউন্সিলর মো. জাফর ইকবাল, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত পাবলু, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের ম্যাচ কমিশনার সালাউদ্দিন জাহেদ, নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দীন, সিডিএফএ কাউন্সিলর মো. আশরাফুজ্জামান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল বারকোড রিটজি স্নুকার ও পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক