শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে সৃষ্ট সহিংসতা, নৈরাজ্য ও নাশকতায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় আজ বাদ জুমা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দামপাড়া জামে মসজিদে ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, আওয়ামী লীগ নেতা মো. ইছা, প্যানেল মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের আবদুল আজিম, সাইফুল আলম বাবুসহ বিভিন্নস্থানের নেতাকর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












