এডিস মশার আক্রমণে নাখাল সময় আজ আতঙ্কিত নগর জনপদ চারপাশ, ভয়ে শঙ্কিত আবাল বৃদ্ধ বনিতা মশা বাহিত মরণ ব্যাধি রোগে। ডেঙ্গু নিয়ে সারা দেশে চলছে তোলপাড়, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে দীর্ঘশ্বাস প্রতি বছরই হানা দিচ্ছে মরণব্যাধি আতঙ্ক–ভয়ের নগরীতে পরিণত হচ্ছে– ঢাকা–চট্টলা সিটিসহ গোটা স্বদেশ– সকাল বিকাল আক্রান্ত হচ্ছে মানুষ; দুগ্ধ পোষ্য শিশু, নারী–পুরুষ, চোখের লোনা জলে ভেসে যাচ্ছে– প্রতিদিন সন্তানহারা মায়ের আঁচল– স্বজন হারানোর কান্নার বিলাপ ধ্বনিতে– ভারী হচ্ছে নগরীর আকাশ বাতাস– বিস্ময়ের চোখে তাকিয়ে আছে সবাই, হৃদয়ে তৈরী হচ্ছে গভীর ক্ষত, নিত্য– কিসের অভিশাপে কাতর মানব কূল! তবে কি প্রতিকার প্রতিষেধক অপ্রতুল? আমাদের ক্ষমা করো, রক্ষা করো হে প্রভু, পানা চাই দিদার চাই ক্ষমা চাই– তুমি করো আমাদের মার্জনা– তোমার কাছে এই আমাদের প্রার্থনা।










