মরণ ব্যাধি ডেঙ্গু

সামিমুন নাহার হুসনু | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

এডিস মশার আক্রমণে নাখাল সময় আজ আতঙ্কিত নগর জনপদ চারপাশ, ভয়ে শঙ্কিত আবাল বৃদ্ধ বনিতা মশা বাহিত মরণ ব্যাধি রোগে। ডেঙ্গু নিয়ে সারা দেশে চলছে তোলপাড়, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে দীর্ঘশ্বাস প্রতি বছরই হানা দিচ্ছে মরণব্যাধি আতঙ্কভয়ের নগরীতে পরিণত হচ্ছেঢাকাচট্টলা সিটিসহ গোটা স্বদেশসকাল বিকাল আক্রান্ত হচ্ছে মানুষ; দুগ্ধ পোষ্য শিশু, নারীপুরুষ, চোখের লোনা জলে ভেসে যাচ্ছেপ্রতিদিন সন্তানহারা মায়ের আঁচলস্বজন হারানোর কান্নার বিলাপ ধ্বনিতেভারী হচ্ছে নগরীর আকাশ বাতাসবিস্ময়ের চোখে তাকিয়ে আছে সবাই, হৃদয়ে তৈরী হচ্ছে গভীর ক্ষত, নিত্যকিসের অভিশাপে কাতর মানব কূল! তবে কি প্রতিকার প্রতিষেধক অপ্রতুল? আমাদের ক্ষমা করো, রক্ষা করো হে প্রভু, পানা চাই দিদার চাই ক্ষমা চাইতুমি করো আমাদের মার্জনাতোমার কাছে এই আমাদের প্রার্থনা।

পূর্ববর্তী নিবন্ধফিরছে তামিম
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সতর্ক হোন