ভ্যাট ৯ শতাংশে নামানোর কাজ শুরু হয়েছে : এনবিআর চেয়ারম্যান

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

মূল্য সংযোজন কর (মূসক) ‘সব পর্যায়ে’ কমিয়ে ৯ শতাংশ করার কাজ শুরুর কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শুল্ক ছাড়ের পরিধি কমিয়ে আনার কথাও বলেন তিনি। খবর বিডিনিউজের।

পরোক্ষ কর আহরণের অংশ হিসেবে পণ্যে বা সেবায় ভ্যাট হিসেবে বেশি পরিচিত মূল্য সংযোজন করমূসক আদায় করছে সরকার। বিভিন্ন পণ্য ও সেবার ধরণ অনুযায়ী ভ্যাট নির্ধারণ করে দিয়েছে প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা এনবিআর। সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হয় ক্রেতা বা সেবাগ্রহীতাকে।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আয় বাড়াতে কয়েকটি ভোগ্যপণ্য ছাড়া আমদানিতে শুল্ক ছাড় অচিরেই বন্ধ না করে উপায় নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) অন্যান্য উন্নয়ন সহযোগীদের চাপে কর অব্যাহতি ব্যাপক হারে কমানোর আভাসও এর আগে দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ভেঙে পড়া বেইলি সেতু মেরামত, সড়ক যোগাযোগ স্বাভাবিক
পরবর্তী নিবন্ধডাকাতির সময় পুলিশকে লক্ষ্য করে ছোড়া গুলিতে ডাকাতের মৃত্যু