ভূজপুর থানার চাঞ্চল্যকর দুলায়েত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. তৈয়ব উল্লাহকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন তারা গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি তৈয়ব ভূজপুর থানার বলিপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক। মামলা সূত্রে জানা যায়, নিহত মো. দুলায়েত হোসেন ভূজপুর থানাধীন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন যাবত প্রতিবেশী তৈয়ব উল্লাহের সাথে রুপাই খাল থেকে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। চলতি বছরের ৯ জানুয়ারি তৈয়ব উল্লাহ এবং তার অন্যান্য সহযোগীরা মাস্টারপাড়া এলাকার রুপাই খাল হতে বালু উত্তোলন করে নিহতের ফসলি জমির ক্ষতিসাধন করতে দেখে তিনি তাতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তৈয়ব উল্লাহ এবং তার সহযোগীরা তাদের সাথে থাকা বালু মেশিনের লোহার হেন্ডেল এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দুলায়েত হোসেনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে চিকিৎসারত অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ভূজপুর থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।











