৫নং মোহরা ওয়ার্ডভূক্ত এ ইউনিট আওয়ামী লীগের কর্মীসভা সমপ্রতি স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। ইউনিট আওয়ামী লীগের সভাপতি শফিউল আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা এস. এম আনোয়ার মির্জা।
প্রধান বক্তা ছিলেন নাজিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বিটুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, সেকান্দর চৌধুরী, শেখ আহমেদ, জাহিদ হোসেন, মো. আলমগীর, আনোয়ার শাহ, মো. আবছার, মসিউদ্দোলা, কফিল উদ্দিন, হারুন, নাজিম উদ্দীন, নুরুল কবির, সালাউদ্দিন, রনি, শওকত, মুরাদ, বাদশা, শাহাজান, মোস্তফা কামাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নানামূখী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে বিরোধী চক্র। তারা বিদেশী প্রভূদের আনুকুল্য নিয়ে ক্ষমতায় আসতে চায়, শেখ হাসিনার উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে রোধ করতে চায়। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের জনগণের শক্তিতে বলিয়ান হয়ে অতীতের মত সকল ষড়যন্ত্রকে ডিঙিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে দৃঢ় সংকল্পবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।












