বোয়ালখালী পৌর নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় পড়েছেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজাদা এসএম মিজানুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন অতি উৎসাহী হয়ে ভোটার ও আমার কর্মী-সমর্থকদের ওপর নির্যাতন-নিপীড়ন, হয়রানি, ঘরে ঘরে তল্লাশি ও গ্রেফতার আতংক সৃষ্টি করে ভোটের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহম্মদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেজাউল করিম পারভেজ, মো. বখতেয়ার মুরাদ, মো. মহিউদ্দীন, এসএম মুসফিকুর রহমান, সাদ্‌ নূর, রোকসানা বেগম, ফাতেমা বেগম প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টেবিল ল্যাম্প প্রতীকের কর্মী মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে বিগত সময়ে জনগণের বিপুল ভোটে কাউন্সিলর হয়ে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছি। পাশাপাশি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছি। এলাকাবাসীর ভালোবাসায় এবারও আগামী ২০ সেপ্টেম্বর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছি। এলাকার জনগণ সবসময় আমার পাশে ছিলেন, বর্তমানে তার ব্যপ্তি বেড়েছে কয়েকগুণ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আমার প্রচারণায় নানাভাবে হয়রানি করা হচ্ছে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা ধরণের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা, নিরীহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়া হচ্ছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছি আমি।
তিনি আরো বলেন, বিগত ২০১৪ সালের প্রথম পৌর নির্বাচনে ভোটের আগের রাতে আমার ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছিল। তারপরও অদৃশ্য পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ আমাকে জয়যুক্ত করেছে। এবারও সেই অদৃশ্য শক্তি আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে। আমি নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ চাই।

পূর্ববর্তী নিবন্ধচেক প্রতারণা মামলা চট্টগ্রামের ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদুটি ছোরাসহ ছিনতাইকারী গ্রেপ্তার