বোয়ালখালীতে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে আবুল কালাম (৫০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেল ৪ টার দিকে ভবনের ২য় তলায় বারান্দার ছাদে টিন লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আলী মিয়া লাকু।
নিহত আবুল কালাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকার বাসিন্দা। তিনি পৌর সদরের খাজা স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা যায়। ছেলে প্রবাসে থাকে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, এটি একটি দুর্ঘটনা। মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।












