বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোরিকশা, মোবাইল ও নগদ টাকা খোয়ালেন মো. মহসিন (২৯) নামের এক যুবক। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির গ্যারেজ সংলগ্ন স্থানে অচেতন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। মহসিন উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোরশেদ সওদাগর বাড়ির মো. নাছেরের ছেলে।
মহসিনের মা ফাতেমা বেগম বলেন, রোববার সকালে সাড়ে ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর তাঁর কোনো খোঁজ ছিল না। সন্ধ্যায় খবর পাই, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মোবাইল, গাড়ি, মানিব্যাগ সব নিয়ে গেছে ওরা। তিনি আরও বলেন, মহসিন নিয়মিত রিকশা চালায় না। শখ করে মাঝে মধ্যে চালায়। সে প্রায় দুই বছর বিদেশে ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসানুল করিম বলেন,অচেতন অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। আমরা তাঁকে অক্সিজেন ও নরমাল স্যালাইন দিই। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরও জ্ঞান না ফেরায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।