বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলার দুই আসামি রাহাত্তারপুল থেকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

নগরীর রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলোসন্দ্বীপ উপজেলার উরিরচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৩৯) এবং কর্ণফুলী থানার সাবন্দ পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. নুরুল আমিন প্রকাশ বাচা (৫৫)

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন ও মো. নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও হত্যা চেষ্টায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক হাউজিং সোসাইটিতে স্মরণসভা
পরবর্তী নিবন্ধজায়গা পরিমাপের সময় দুইপক্ষের ঝগড়া, বৃদ্ধের মৃত্যু