বৈশাখের কড়া রোদে
মানবে কি আর মানা,
হালখাতায় লেখা হবে
নতুনবছরের দিন গোনা।
যতই থাকুক রোদবৃষ্টি
বৈশাখী মেলায় মাতবো
নতুন বছরের আগমনীতে
দুঃখ সব ভুলে হাসবো।
বাংলা নববর্ষে প্রার্থনা করি
মঙ্গল বারতা আসুক,
আনন্দে মাতুক প্রিয় দেশ
খুশির জোয়ারে ভাসুক।
লিপি তালুকদার | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ
